রাজবাড়ীর মিজানপুরে তিনটি বাড়ী ভাংচুর ॥ এক কিশোরকে কুপিয়ে জখম –

- Update Time : ০৯:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
- / ২৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামে তিনটি বাড়ীর বসত ঘর ও মালামাল ভাংচুর করা হয়েছে। সেই সাথে এক কিশোরকে কুপিয়ে জখমও করা হয়েছে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে গত শুক্রবার দুপুরে পাশ^বর্তী বড়লক্ষিপুর গ্রামের মুস্তাক মন্ডলের ছেলে আসলাম মন্ডল (১৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। ওই ঘটনার পর একই দিন রাতে আসলাম মন্ডলের পক্ষ নিয়ে এক দল দূর্বৃত্ত আকস্মীক ভাবে গঙ্গাপ্রসাদপুরের আজিজ সরদার, মাওলানা আবু বক্কার এবং সাহেব আলীর বাড়ীতে প্রবেশ করে। তারা ওই সব বাড়ীর টিনের বেড়া কুপিয়ে কাটে এবং ঘরের মধ্য থাকা সোকেজ ও অন্যান্য মালামাল ভাংচুর করে। এ সময় ওই তিন বাড়ীতে এক ভীতি কর পরিবেশের জন্ম নেয়। পরিবারের সদস্যরা দিক বিদিক ছুটোছুটি করে।
স্থানীয় ইউপি সদস্য জহির মন্ডল জানান, তিনি ভাংচুর করা বাড়ী গুলো পরিদর্শন করেছেন। সেই সাথে দায়িদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পরামর্শও দিয়েছেন।
রাজবাড়ী থানার এসআই রামপ্রসাদ চক্রবর্তী জানান, ভাংচুরের ঘটনার পর রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ওই ঘটনায় গতকাল শনিবার বিকাল পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়