দেশের ৬৩০ জন শিক্ষককে পাঠানো হবে সিঙ্গাপুরে- রাজবাড়ীতে শিক্ষা প্রতিমন্ত্রী-
- Update Time : ০৯:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮
- / ১৭ Time View
রুবেলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেছেন, কারিগরি শিক্ষার বিকল্প নাই। কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে কেউ বেকার থাকে না, তাই বর্তমান সরকার কারিগরি শিক্ষার উপর গুরত্ব দিচ্ছে। বিশ্বের উন্নত দেশ গুলো কারিগরি শিক্ষার মাধ্যমে এগিয়ে গেছে। তাই এ শিক্ষার মান উন্নয়নে দেশের ৬৩০ জন শিক্ষককে সিঙ্গাপুরে প্রশিক্ষণে পাঠানো হবে।
আজ রবিবার দুপুরে রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নুর উদ্দিন আহমদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এমএ খালেক, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাহী অফিসার সাঈদুজ্জামান খান, রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক সাজ্জাদ হোসেন মৃধা প্রমুখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়