বালিয়াকান্দিতে পৃথক সংঘর্ষ প্রধান শিক্ষক ৯ জন আহত –

- Update Time : ০৯:১৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮
- / ৩৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গত ২দিনে পুর্ব শত্রুতা, জমি নিয়ে বিরোধের জের ধরে পৃথক সংঘর্ষে ও মারপিটে ৯জন আহত হয়েছে।
বালিয়াকান্দি হাসপাতাল সুত্রে জানাগেছে, সোমবার উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে পাটকিয়াবাড়ী পুর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক মিয়া (৬২), আবু কালাম আজাদের স্ত্রী সেলিনা (৩০), কোনাগ্রামের মৃত আহম্মদ মহাজনের ছেলে নওশের মহাজন (৭০), রবিবার বিলটকাপোড়া গ্রামের হারুন অর রশিদের স্ত্রী দিপালী (৩৫), লোকমান ফকিরের ছেলে খায়রুল (৩০), আকবর ফকিরের ছেলে আওয়াল (৩৫), নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামের আজিজুল মন্ডলের স্ত্রী বিলকিছ বেগম (৩৫), সেলিম মন্ডলের স্ত্রী রেহেনা বেগম (৩২), দিন ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৪০) আহত হয়ে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম জানান, প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়