কালুখালীতে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণ-
- Update Time : ০৯:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
- / ২৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সোমবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ৮দিন ব্যাপী কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষনে ৩য় ব্যাচে রিসোর্স পার্সোন হিসেবে বক্তব্য প্রদান করেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সিবিএইচসি (কমিউনিটি ক্লিনিক প্রকল্প) এর আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালুখালী এর বাস্তবায়নে উপজেলার মৃগী ও মাজবাড়ী ইউনিয়ন স্থানীয় সরকার প্রতিনিধিদের অংশগ্রহণে রিসোর্স পার্সোন মেডিকেল অফিসার ডাঃ খোন্দকার মোঃ আবু জালাল এর পরিচালনায় এ প্রশিক্ষণে ৩য় ব্যাচ উদ্বোধনকালে গুরুত্বপূর্ণ বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, সরকার স্বাস্থ্য সেবাকে তৃণমূল মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য বিভিন্ন স্থানে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে এবং এই ক্লিনিক সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় সরকার প্রতিনিধিদের সার্বিকভাবে সাহায্য সহযোগীতা করার দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, ডাঃ সুমি সাহা, ডাঃ মেহেদী হাসান এছাড়াও মাজবাড়ী ইউপি চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম ও মৃগী ইউপি চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়