প্রথম বারের মত আগামীকাল রাজবাড়ীতে হবে “আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন” –

- Update Time : ০৯:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮
- / ৩৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রথম বারের মত আগামীকাল শুক্রবার বিকালে জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে রাজবাড়ীতে অনুষ্ঠিত হবে “আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন”। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। এই সম্মেলনের রাজবাড়ী জেলা পর্যায়ের মিডিয়া পার্টনার জেলার সবচেয়ে জনপ্রিয় পত্রিকার দৈনিক রাজবাড়ী কণ্ঠ এবং অনলাইন নিউজ পোর্টাল রাজবাড়ী বার্তা ডট কম।
বিশেষ অতিথি থাকবেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী প্রমুখ। সেই সাথে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত (ইক্বরা)-এর সহসভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী। বিশেষ মেহমান থাকবেন ভারতের আসাম থেকে আগত ক্বারী একে মনজুর আহমাদ ও ক্বারী মানজুর আহমাদ, দুবাই বিশ^ কুরআন প্রতিযোগিতায় ১০৪টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জনকারী হাযে তরিকুল ইসলাম। সভাপতিত্ব করবেন “আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন” বাস্তবায়ন কমিটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও শ্রীপুর লজ্জাতুননিসা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা শামসুর রহমান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়