রাজবাড়ীতে পৃথক অভিযানে ৭৭০ পিচ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ –
- Update Time : ০৯:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮
- / ২৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৃথক অভিযান রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ মোড় এবং দৌলতদিয়া থেকে ৭৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সে সময় ৩ জনকে গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিব মিনা জানান, গত সোমবার রাজবাড়ীর সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের আজিজ খান সুপার মার্কেটের সামনে থেকে ৩৭০ পিস ইয়াবাসহ মোঃ ফারুক শেখ (৩০) ও মোঃ হীরু প্রামাণিক (২৪) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। ফারুক গোয়ালন্দ উপজেলার পৌর জামতলার মৃত. আপ্তার শেখের ছেলে এবং হীরু একই উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার মোঃ মোশারফ হোসেন ছেলে। এ ব্যাপারে রাজবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৌলতদিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঃ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে মঙ্গলবার দুপুরে আরিফুর রহমান রানা (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রোকনউদ্দিন ফরিদপুর গ্রামের ফজলুর রহমান শরীফের ছেলে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় অভিযান চালিয়ে আরিফুর রহমান রানাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা বেনসন সিগারেটের প্যাকেট থেকে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়