চৈতি’র উদারতায় হাঁসি ফুটলো রাজবাড়ীর ১১০ এতিমের মুখে –
- Update Time : ০৯:৫৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮
- / ১৩ Time View
জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
সদাহাস্য উজ্জল আবেগি একজন মানুষ কানিজ ফাতেমা চৈতি। তিনি সকল সময় মানুষের সাথে করেন আন্তরিকতাপূর্ণ আচরণ। তার এই সাদামাঠা আচরণে মুগ্ধ এখন রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ১৮টি ইউনিয়নের বাসিন্দারা। যে কোন এলাকায় গেলেই তাকে ঘিরে ধরেন স্থানীয়রা। তিনিও তার স্বভাবশুলভ আচরেণে তাদের আন্তরিকতার জবাব দেন। কোন কোন নারী ও বৃদ্ধা তাকে বুকে জড়িয়ে ধরে করেন আদর ও ¯েœহ। তাই চৈতিও রাজবাড়ীর মানুষকে ভুলে থাকতে পারেন না। সুখে দুঃখে পাশে থাকেন। সবচেয়ে বেশি তার মনকাঁদে এতিম, দুস্থ ও গরীব মানুষের জন্য। ফলে উপলক্ষ্য এলেই তিনি বাড়িয়ে দেন তার উদারতার হত। এবারও তিনি তাই করেছেন। গত শনিবার ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস। ওই দিবসে নানা মানুষ নানা ধরণের কর্মসূচীর মাধ্যমে উদ্যাপন করেছেন। তবে চৈতি’র উদ্যাপনে ছিলো অন্যরকম এক ভিন্নিতা। তিনি দুরে থাকলেও ভেবেছেন এতিমদের নিয়ে। যার অংশ হিসেবে ওই দিন তিনি তার ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ী সরকারী শিশু পরিবারের ১১০ জন এতিম শিশুর উন্নতমানের রাতের খাবারের ব্যবস্থা করেন। এতিম ওই শিশুরা চৈতি’র দেয়া ওই খাবার পেয়ে আনন্দে হয় আপ্লুত। তারা প্রাণ ভরে দোয়া করেন তাদের প্রিয় “চৈতি আপু”র জন্য। তাদের আশা যে মানুষটি নানা উপলক্ষ্য তাদের মনে রাখে, দেয় মজাদার খাবার। সে মানুষটির সাথে তারা চায় সময় কাটাতে, চায় গল্প করতে।
রাজবাড়ী শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক ফাতেমা কামরুন নাহার আখিঁ জানান, এই শিশু পরিবারের এতিমদের কথা কখনোই ভোলেন না চৈতি। তিনি প্রায় সময়ই মুঠোফোনে তাদের খোঁজ খবর রাখেন। এবং নানা ধরণের বিশেষ দিনে খাবার, মাংসসহ অন্যান্য উপকরণ বিতরণ করেন। এতিম শিশুরা তার এই উপহারে হন অত্যান্ত খুশি। শিশুদের আশা সময় করে তাদের মাঝে আসবেন “চৈতি আপু”।
এই মানবিক কাজ করা প্রসঙ্গে চৈতি বলেন, সাধারণ মানুষ অর্থ বৃত্ত চায় না, তারা চায় একটু ভাল ব্যবহার। আমি তাদের সাথে স্বাভাবিক আচরণই করি। সেই সাথে এতিম ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ব্যকুল থাকেন তিনি। ফলে কোন উপলক্ষ্য আসলেই তিনি এতিমদের পাশে দাঁড়ান এবং তাদের মুখে একটু হলেও হাঁসি ফোটাতে চেষ্টা করেন। তিনি তার এই কাজের ধারা যাতে অব্যাহত রাখতে পারেন সে জন্য সকলের কাছে দোয়া কামনে করেন।
উল্লেখ্য, চৈতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ¦ কাজী কেরামত আলী’র একমাত্র কন্যা। তার শ^াশুর হাবিবুর রহমান বগুড়া-৫ আসনের সংসদ সদস্য। তার স্বামী আসিফ ইকবালও একজন সমাজ সেবক। তিনিও মানুষের জন্য সকল সময় কাজ করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়