রাজবাড়ীর আলাদীপুর স্কুলের চার তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী –
- Update Time : ০৯:৪০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮
- / ১২ Time View
ইমরান, টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা সদরের আলীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।আজ রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে ওই নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মহিউদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা পরিষদ সদস্য সাহানা বেগম, সদর উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী বিনয় কুমার বিশ^াস, আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার প্রমুখ।
উল্লেখ্য, ৭০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্তাবধানে এসএম এন্টার প্রাইজ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজটি বাস্তবায়ন করছেন বলে জানিয়েছেন ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের নিযুক্ত প্রতিনিধি গোলাম মোস্তফা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়