রাজবাড়ীতে আগুনে নিজাতপুর প্রি-ক্যাডেট স্কুলের শ্রেনী কক্ষসহ দোকান ভস্মিভূত-
- Update Time : ০৯:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মার্চ ২০১৮
- / ২৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংঙ্গা বাজার সংলগ্ন নিজাতপুর প্রি-ক্যাডেট স্কুলের ২টি শ্রেনী কক্ষ, ৪টি দোকান ও ১ টি বসতঘর আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।
আগুনে ভস্মিভূত টিনশেড ঘরের স্কুলের আসবারপত্র, দোকানে চার্জরত অবস্থায় থাকা ৬টি ব্যাটারী চালিত আটোরিকসা ও ১টি ইজিবাইক এবং বতসঘরের আসবারপত্রসহ নগদ ১ লক্ষ টাকা আগুনে পুড়ে গেছে। এতে সব মিলিয়ে তাদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী মালিক পক্ষের।
গত বৃহস্পতিবার দিবাগত মধ্যে রাতে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসলে ততক্ষণে স্কুল, দোকান ও বাড়ীর সব কিছু পুড়ে যায়। ক্ষতিগ্রস্থরা হলো- ঘরের মালিক মোঃ দেলোয়ার হোসেন, দোকন মালিক ফেলু খা, হারুন মুন্সি, হারুন মোল্লা ও বসতঘরের ভাড়াটিয়া শরিফ মিয়া।
স্থানীয় সুত্রে জানাগেছে, নিজানপুর প্রি-ক্যাটেড স্কুলের টিনশেড ঘরের পেছনের দিকে থাকা দুইটি শ্রেনী কক্ষ ও সামেন থাকা ৪টি দোকান এবং পাশে থাকা একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্থদের ধারনা দোকানে চার্জরত অবস্থায় থাকা ব্যাটারী চালিত অটোরিকসা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে স্কুলের শ্রেনী কক্ষের আসবারপত্র, ফেলু খার ৪টি অটোরিকসা ও ১টি ইজিবাইক, হারুন মুন্সি ও হারুন মোল্লা ১টি করে অটোরিকসা এবং শরীফ মিয়ার নগদ ১ লক্ষ টাকা ও আসবারপত্র সম্পূর্ণ পুড়ে গেছে।
এ অগ্নিকান্ডের ঘটনায় গতকাল শুক্রবার সকালে জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ স্থানীয় ইউপি সদস্যরা ঘটনা স্থল পরিদর্শন ও দুঃখ প্রকাশ করেছেন।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের ৫০ হাজার টাকা দেবার ঘোষনা দেন এবং অপরদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ এমএ খালেক পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রতেককে ৩ হাজার টাকা ও ১ বান্ডেল করে ঢেউটিন দেবার ঘোষনা করেন।
নিজাতপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও দেকানঘরের মালিক মোঃ দেলোয়ার হোসেন জানান, মধ্যে রাতে আগুন দেখে তার ঘুম ভাঙ্গে যায়, মুহুর্তের মধ্যে আগুনে স্কুলের টিনশেড ঘর ও পাশের আরেকটি ঘর পুড়ে যায়। এতে তার প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারনা করছেন দোকানে চার্জে থাকা অটোরিকসা থেকে এ আগুন লেগেছে। আগুনে স্কুলের আববারপত্রসহ সব পুড়ে যাওয়ায় এখন কিভাবে শিক্ষার্থীদের ক্লাস নেবেন সেটা তিনি বুঝে উঠতে পারছেন না। তাছাড়া আগুনে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তারা সবাই অনেক গরির, এই রিকসা গুলোর উপার্যন দিয়েই তারা সংসার চালাতেন। তাই তিনি রাজবাড়ী ১ আসনের সাংসদ শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যানমহ সবার সহযোগিতা কামনা করেছেন। যাতে দ্রুত এ দূর্যোগ কাটিয়ে পুনরায় স্কুলের কার্যক্রম গতিশীল করাসহ ক্ষতিগ্রস্থ সবাই তাদের পরিবার পরিজন নিয়ে দু বেলা দু মুঠো খেয়ে বেঁচে থাকেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়