রাজবাড়ী পৌরসভার উদ্যোগে শিক্ষাপ্রতিমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা প্রদান –
- Update Time : ১০:১৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮
- / ১৯ Time View
টুটুল, ইমরান, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
শুক্রবার বিকেলে রাজবাড়ী পৌরসভার পক্ষ থেকে পৌরসভা চত্ত্বরে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই কওমী মাদ্রাসার ১০১০ জন শিক্ষকের সরকারী চাকরী হয়েছে। ১নং পদ্মা সেত্ ুনিজেদের অর্থায়নেই হচ্ছে। তখন এডিবি দুর্নীতির কথা বলেছিল, কিন্তু তারা প্রমান করতে পারে নাই। রাজবাড়ীতে পলিটেকনিক ইনষ্টিটিউট হবে। ইতিমধ্যেই এ কাজের টেন্ডারের প্রক্রিয়া চলছে। এই আট মাসের মধ্যেই কাজ সম্পূর্ন হবে ইনশাআল্লাহ। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি রাজবাড়ীতে আসার জন্য, তিনি বলেছেন রাজবাড়ীতে আসবেন। পৃথিবীর উন্নত দেশ কানাডা, আমেরিকা ট্রাক্সের টাকায় উন্নত। তাই আমরা যদি ঠিকমত ট্রাক্স পরিশোধ করি আমরাও উন্নত হতে পারবো। আমরা আমাদের দোকানের সামনে নিজেরাই পরিস্কার রাখবো । কারন পৌরসভার একার পক্ষে পরিস্কার রাখা সম্ভব না। বাইরে থেকে মানুষ রাজবাড়ীতে বেড়াতে এলে সবাই এই শহরকে সুন্দর বলে। খানখানাপুর, অন্তার মোড় এবং ধাওয়া পাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জায়গা নির্ধারন করে পুলিশ তদন্ত করার অনুরোধ করে।
এছাড়া আরোও বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামী লীগের সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিণী রেবেকা সুলতানা, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা ছিদ্দিকা মিলি বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী জেলা বারের সভাপতি এ্যাড.শফিকুল আজম মামুন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড.ইমদাদুল হক বিশ্বাস, প্রাত্তন উপাধ্যক্ষ মোঃ ফকরুজ্জান, জেলা ওয়াকার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, ব্যবসায়ী পরিষদের সাধারন সম্পাদক মোঃ ছমির উদ্দিন, ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মিজানপুর রহমান মিজান, কর্মচারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খাঁন।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়