রায়কে সামনে রেখে কাজী ইরাদত আলীর নেতৃত্বে রাজবাড়ীতে সরব ছিলো আওয়ামীলীগ-
- Update Time : ০৭:৫৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০১৮
- / ১৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বৃহস্পতিবার বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষনা করা হয়েছে। ওই রায়কে কেন্দ্র করে জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নেতৃত্বে রাজবাড়ীতে সরব অবস্থানে ছিলো আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন গুলো।
সকাল থেকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সমবেত হন দলীয় নেতা কর্মীরা। এরই মাঝে উপস্থিত নেতাদের উদ্দেশ্যে বক্তৃতা করেন, শিক্ষা প্রতিমন্ত্রী, রাজবাড়ী-১ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী। রায় ঘোষনার পর দুপুরে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতার পাশাপাশি কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী। এ সময় জেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, জেলা ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা এ রায়কে কেন্দ্র করে কেউ যেন কোন ধরণের বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করতে না পারে সে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়