রাজবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত –
- Update Time : ১০:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
- / ১১ Time View
ইমরান,আতিয়ার,টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
“ইশরা ভাষার উন্নয়নে সচেতন হব প্রতিজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ উপলক্ষে জেলা বধি’র উন্নয়ন ও কল্যান মূলক সংস্থার আয়োজন ও বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সহায়তায় জেলা কার্যালয় থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি জেলা শহরের আজাদী ময়দান প্রদক্ষিণ করে। পরে সংস্থাটির কার্যালয়ে দিবসটির গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বধির উন্নয়ন ও কল্যানমূলক সংস্থার সভাপতি মোঃ সেলিম ভূইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম মন্ডল, জেলা সংস্থার সাধারন সম্পাদক আব্দুল আলিম খান, সমাজসেবক জাহিদুল হক পাবলো। এছাড়া সংস্থার অন্যান্যে সদস্যরা উপস্থিত ছিলেন।
বাকপ্রতিবন্ধীদের অভিযোগ, তারা সমাজসেবা অধিদপ্তরসহ বেশ কয়েকটি সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের তাদের অনুষ্ঠানে দাওয়াত করেছিলেন। তবে কেউই আসেননি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়