পাংশা উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত –
- Update Time : ১০:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০১৮
- / ১৩ Time View
মাসুদ রেজা শিশির/এস,কে পাল, রাজবাড়ী বার্তা ডট কম :
বেড়িবাঁধে বালির স্তুপ জমা করে অবৈধ ভাবে বালির ব্যবসা করার কারণে শহর রক্ষা বাঁধ হুমকির মুখে রয়েছে। প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধের রাস্তা করা হয়েছে। সেখান দিয়ে বালি ব্যবসার কারণে বড় বড় ট্রাক চলাচল করায় রাস্তা ক্ষতিগ্রস্থ হচ্ছে। বালি ব্যবসাকে কেন্দ্র করে হতাহতের ঘটনা ঘটছে। বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে। গুটি কয়েক অবৈধ ভাবে বালি ব্যবসা করে জাতীয় সম্পদ নষ্ট করবে এটা মেনে নেয়া হবে না। দ্রুত উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন বেড়িবাঁধে অবৈধ ভাবে রাখা বালি অপসারণ করবে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকলেও আশঙ্কাজনক হারে বেড়েছে মাদক, শস্যের মধ্যেই ভূত থাকার কারনে মাদক নির্মূল করা দূরহ হয়ে উঠেছে। মাদক পরিবার, সমাজ, জাতিকে ধ্বংস করছে। পাংশা উপজেলার প্রয়াত ভাইস চেয়ারম্যান মুন্সী নাদের হোসেন হত্যা সাধারণ হত্যাকাণ্ড নয়। প্রকাশ্য দিবালোকে মুন্সী নাদের হোসেনকে যারা হত্যা করেছে, তাদেরকে অচিরেই বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে মামলাটি পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোতে রয়েছে। নতুন আইজিপির সাথে কথা বলে পুনরায় মামলাটি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরিবার, সমাজ সকলের আন্তরিক প্রচেষ্টায় মাদক নির্মূল করা সম্ভব। গতকাল বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পাংশা উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফরিদ হাসান (ওদুদ), পৌর মেয়র আব্দুল আল মাসুদ, ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন। এসময় পাংশা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়