বালিয়াকান্দি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ছমির উদ্দীন নির্বাচিত –
- Update Time : ১০:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮
- / ১৪ Time View
নুর আলম সিদ্দিক, রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে সেরা প্রতিষ্ঠান, সেরা শিক্ষক, ছাত্র বাছাইয়ে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ ছমিরউদ্দীন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে ২০ জানুয়ারী বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কমিটি উপজেলার ৩২টি মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, প্রতিষ্ঠান প্রধান হিসাবে অভিজ্ঞতা, ছাত্র-ছাত্রী, সহকর্মীদের উপর প্রভাব এবং অভিভাবক ও কতৃপক্ষের সাথে সহযোগীতার প্রবনতা, চারিত্রিক দূঢতা, ব্যাক্তিত্ব, সততা, সুনাম, প্রশাসনিক দক্ষতা, আর্থিক শৃঙ্খলা, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ইন-হাউজ প্রশিক্ষণের আয়োজন করা, পাঠ্যপুস্তক প্রনয়ন, পেশাগত গবেষণা মূলক সৃজনশীল প্রকাশনা, আই সি টি বিষয়ে দক্ষতা, প্রতিষ্ঠান প্রধান হিসাবে উদ্ভাবনী/ সৃজনশীল উদ্যগ বিষয়ের উপর তত্ব ও তথ্য বহুল প্রমানাদি যাচাই বাছাই সাপেক্ষে উপজেলা শিক্ষা সপ্তাহ কমিটি ও নির্বাচন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা ও সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সমন্বয়ে সংশ্লিষ্ট কমিটি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ ছমির উদ্দিনকে নির্বাচিত করেন। রাজবাড়ী জেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্যাপন কমিটির নিকট প্রেরণ করেন। উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকগণ অভিনন্দন জানিয়েছেন।
মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি মোঃ আব্দুর রউফ বিশ্বাস জানান, মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত ও গর্বিত আমি প্রধান শিক্ষককে ভবিষ্যতে আরো উত্তরোত্তর পেশে মূলক কাজে সুনাম বয়ে আনতে সার্বিক সহযোগীতা প্রদান করবো।
মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ ছমির উদ্দিন জানান, মাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব ন্যায় নিষ্ঠার সাথে পালন করে আসছি। ঐতিহ্যবাহী মাজবাড়ী উচ্চ বিদ্যালয় ২০১৬ সালের জে এসসি পরিক্ষায় শতভাগ পাশ। এ ছাড়াও জে,এসসি ও এস এস সি পরিক্ষায় ভাল ফলাফল সহ ২০১৭ সালের বই পড়া কর্মসূচিতে উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার, জাতীয় ক্রীড়া প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে। সম্ভাবনাময় এই বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে তিনি এলাকার অভিভাবক, সুধী সমাজ ও সংশ্লিষ্ট সকল মহলের সার্বিক সহযোগীতা কামনা করেন ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়