দৌলতদিয়া থেকে ২ হাজার ৪০০পিচ ইয়াবাসহ বাণিবহের আবুল গ্রেফতার –

- Update Time : ০৫:৩৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
- / ২৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আলমগীর ব্যাপারী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
বৃহস্পতিবার বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত আলমগীর ব্যাপারী জেলা সদরের বানিবহ ইউনিয়নের লক্ষীনারায়নপুর এলাকার মোঃ আবুল ব্যাপারীর ছেলে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিব মিনার নের্তৃত্বে উপ-পরিদর্শক মোঃ এনামুল হক, সিআই মোঃ জমির উদ্দিনসহ একটি রেইডিং টিম দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় ফেরি ঘাট এলাকার ফারুক স্টোরের সামনের রাস্তা থেকে ইয়াবাসহ আলমগীর ব্যাপারীকে গ্রেফতার করেন। অভিযানে উদ্ধারকৃত ইয়াবার আনুমানকি বাজার মুল্যে প্রায় সাত লাখ বিশ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জেলা মদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিব মিনা এর সত্যতা নিশ্চিত করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়