দুই ঘন্টা একটি ঘাট বন্ধ, দৌলতদিয়ায় সহস্রাধিক যানবাহন আটকা –
- Update Time : ০৮:৪২:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮
- / ১৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়র একটি ফেরি ঘাট বন্ধ ও অতিরিক্ত যানবাহনের চাপে বুধবার নদী পারাপার হতে আসা সহ¯্রাধিক যানবাহন আটকা পড়েছে। এতেকরে ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ রেলগেট পর্যন্ত যানবাহনের সারি প্রায় ৭ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়।
জানা যায়, ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফের ৩ দিন ব্যাপী ওরশ বুধবার শেষ হওয়ার পর মুরিদানদের নিয়ে আসা শত শত বাস দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পার হওয়ার জন্য আসতে শুরু করে। পাশাপাশি মানিকগঞ্জ সিদ্দিকনগরে মঙ্গলবার হতে শুরু হওয়া ইজতেমায় যোগ দিতে আসা দক্ষিনাঞ্চল থেকে মুরিদদের বহনকারী অসংখ্য বাস ঘাট এলাকায় ভিড় করতে থাকে। দুই দরবার শরীফের গাড়ীর চাপে দুপুরের পর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় এ রুটের নিয়মিত দুরপাল্লার বাস, মিনিবাস, প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাকসহ সহ¯্রাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে।
এদিকে ব্যাস্ততম দৌলতদিয়ার ৫টি ফেরি ঘাটের মধ্যে বুধবার বিকেল চারটার দিকে ৫নং ফেরি ঘাট পন্টুনটি বিকল হয়ে পড়ে। এসময় ঘাট অন্তত দুই ঘন্টা বন্ধ রেখে ঘাট পন্টুনটি মেরামত করে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট অফিসের ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের একটি রো রো ফেরি বিকল হয়ে থাকলেও রুটে ১৬টি ফেরি চলাচল করছে। পর্যাপ্ত ফেরি থাকলেও নিয়মিত যানবাহনের সাথে একযোগে অতিরিক্ত যানবাহন নদী পাড় হতে আসায় দুপুরের পর থেকে মহসড়কে দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়