পাংশায় গ্রাম পুলিশদের কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার প্রদান –
- Update Time : ০৫:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮
- / ১৪ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা থানা চত্ত্বরে পাংশা মডেল থানার আয়োজনে গতকাল রবিবার দুপুরে গ্রাম পুলিশদের মাসিক হাজিরা ও প্যারেড অনুষ্ঠানের মাধ্যমে গ্রাম পুলিশদের কাজের স্বীকৃতি স্বরুপ তাদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশের ইতিহাসে গ্রাম পুলিশের নিজস্ব চেয়ার দিয়ে নির্ধারিত স্থানে বসে হাজিরা প্রদান করার নজির স্থাপন করেছে পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন’র সভাপতিত্বে ও পাংশা থানার এ এস আই সৈয়দ আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক এস এম রাসেল কবির, উপজেলা প্রেসক্লাব পাংশার সাধারণ সম্পাদক মাসুদ রেজা শিশির, পুলিশ বিশেষ শাখার এস আই মামুনুর রশিদ, এস আই আবু শহিদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাবাসপুর ইউপির আব্দুস সাত্তার, যশাই ইউপির আবু তালেব সরদার, বাবুপাড়া ইউপির আমিনুল ইসলাম, মাছপাড়ার জালাল উদ্দিন ,মৌরাটের আনন্দ কুমার, কলিমহর ইউনিয়নের গ্রাম পুলিশ হাসেম প্রমুখ। গ্রাম পুলিশগন তাদের বক্তব্যে বলেন আমাদের এরুপ সম্মান দেওয়ায় আমরা কৃতজ্ঞ। আমরা চেষ্টা করব আমাদের এলাকার সকল অপরাধমূলক কর্মকান্ডে পুলিশকে তথ্য দিয়ে নিজেদের এলাকা নিরাপদে রাখব। পরে শ্রেষ্ঠ গ্রাম পুলিশদের মধ্যে পরুস্কার বিতরন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়