রাজবাড়ী সদর উপজেলার গণশিক্ষা প্রকল্পের ১৩০ শিক্ষক পেলো খাদ্য সহায়তা –

- Update Time : ১০:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ৩৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত রাজবাড়ী সদর উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম প্রকল্পের ১৩০ জন (প্রাক প্রাথমিক ও বয়স্ক) শিক্ষক ও শিক্ষিকাকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জেলা শহরের শ্রীপুর এলাকায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সে সময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল্লাহ, মডেল কেয়ারটেকার আনাছ খানসহ আগত শিক্ষক শিক্ষিকারা।
ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল্লাহ বলেন, এ সব শিক্ষকরা দীর্ঘ ৫ মাস বেতন ভাতা পান না। যে কারণে তারা অত্যান্ত মানবেতর জীবন-যাপন করছিলেন। সে কারণে বিষয়টি ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উপ-পরিচালক জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন। যার প্রেক্ষিতে জেলা প্রশাসক জনপ্রতি ৩০ কেজি করে চাল প্রদান করেন। যা আজ ওই সব শিক্ষক ও শিক্ষিকার হাতে তুলে দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়