রাজবাড়ীতে পদ্মা গ্রুপ ইন্টারন্যাশনালের উদ্বোধন অনুষ্ঠিত –

- Update Time : ০৮:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০
- / ২০ Time View

রুবেলুর, কাজী টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
কনস্ট্রাকশন, ইন্ডেন্টিং, আমদানি রপ্তানি কারক, পরিবেশক ও সরবরাহকারী ব্যবসার লক্ষ নিয়ে রাজবাড়ীতে পদ্মা গ্রুপ ইন্টারন্যাশরালের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকালে পৌর মিলিনিয়াম মার্কেটের দ্বিতীয় তলার ২২১ নম্বর কক্ষে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এতে পদ্মা গ্রুপ ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র মহম্মদ আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর থানার ওসি স্বপন মজুমদার, জেলা আওয়ামী লীগের সাংগনিক সম্পাদক অসীম কুমার পাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপিত হাফিজুর রহমান হাফিজ, সাধারন সম্পাদক আনিছুর রহমান আনিছ, জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সাধারন সম্পাদক মোকছেদুর রহমান মোমিন প্রমূখ। এ সময় পদ্মা গ্রুপের সমৃদ্ধ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পদ্মা গ্রুপ ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী মোঃ আশরাফুল ইসলাম বলেন, কনস্ট্রাকশন, ইন্ডেন্টিং, আমদানি রপ্তানি কারক, পরিবেশক ও সরবরাহকারীর লক্ষ নিয়ে রাজবাড়ীতে পদ্মা গ্রুপ ইন্টারন্যাশরালের আজ উদ্বোধন করা হয়েছে। এছাড়া ফ্রান্স ও ঢাকায় শাখা অফিস খোলা হবে। এ জন্য সবার সহযোগীতা কামনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়