রাজবাড়ী জিলা স্কুলের পুরাতন ভবন রক্ষা না হলে আত্মহুতি দেবার ঘোষনা –

- Update Time : ০৮:০০:২১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯
- / ৩০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের প্রান কেন্দ্রে অবস্থিত রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রায় দেড়শ বছরের পুরাতন ঐতিহ্য বহনকারী লাল ভবন রক্ষা ও সংস্কাররের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন রাজবাড়ীর ব্যানারে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন পালিত হয়।
এ সময় ভবনটি রক্ষা ও সংস্কারের দাবী জানান শিক্ষক, সাংবাদিক, ছাত্র, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিত্ব, নাট্য ব্যাক্তিতসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
ভবনটি রক্ষার ব্যবস্থা না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলাসহ আত্মহুতি দেবার ঘোষনা দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ২১শে পদকপ্রাপ্ত শিল্পী মনসুরুল করিমসহ অনেকে।
ইতিমধ্যে ওই পুরাতন লাল ভবনটি ভেঙ্গে ওই স্থানে আরেকটি ভবন করার উদ্দ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ফলে ওই ভবন রক্ষার্থে ফুসে উঠেছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অনেকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে চলছে তোলপাড়। ভবন রক্ষায় গঠিত হয়েছে ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন রাজবাড়ী নামে একটি সংগঠন। যার প্রধান সমন্ময়ক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ২১শে পদকপ্রাপ্ত শিল্পী মনসুরুল করিম। এছাড়া ভবনটি রক্ষায় সংগঠনটি জনমত জরিপসহ দফায় দফায় করেছেন সভা। যে কোন মূল্যে ভবনটি রক্ষা করে ওই ভবনে যাদুঘর স্থাপনের দাবী জানিয়েছেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন রাজবাড়ীর প্রধান সমন্ময়ক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ২১শে পদকপ্রাপ্ত শিল্পী মনসুরুল করিম, সংগঠনের সংগঠক সাংবাদিক বাবু মল্লিক, মুহিতুজ্জামান বেলাল, শিক্ষক আব্দুর রউফ হিটু, পৌর ৪ নং ওয়ার্ড কমিশনার আলমগীর শেখ তিতু প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়