“নিরাপদ মাতৃত্ব” : লেখক- শেখ ফারজানা আলী
- Update Time : ০৫:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ১৭৮ Time View
নারী,
তুমি চাইলেই পারো
উপহার দিতে এই পৃথিবীকে
সুস্থ্য মানব শিশু ।।
তবে ……………..
আর কেন চুপ থাকা
এসো আওয়াজ তুলি
কন্ঠে কন্ঠ মিলিয়ে বলি
নিরাপদ মাতৃত্ব
আমাদের অধিকার।।
আধুনকিতার এই চরম শিখড়ে পৌঁছেও সারাবিশ্বে গর্ভকালীন জটিলতার কারনে মাতৃ মৃত্যু ও শিশুমৃত্যুর হার ব্যপক। বিশ্বে প্রতিদিন প্রায় ৮৩০ জন মা মারা যান প্রসবকালীন জটিলতার কারণে।বাড়ীতে অপ্রশিক্ষিত ধাত্রী দ্বারা প্রসব কাজ সম্পন্ন করা, ধর্মীয় গোঁড়ামী, অশিক্ষা, কুসংস্কার, ইত্যাদির কারণে আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশে এই হার ভয়াবহ, বিশ্বে ৮৩০ জনের প্রায় ৮০%।
মা ও বাচ্চার সুস্থতার জন্য উচ্চ মানের সেবার নিমিত্তে যে ব্যবস্থা নেওয়া হয় সেটাই নিরাপদ মাতৃত্ব। এ ব্যবস্থা নেয়ার প্রধান উদ্দেশ্য মাতৃ মৃত্যুহার কমানো এবং নবজাতকের মৃত্যু ও দীর্ঘমেয়াদী অসুস্থতা রোধ করা।
নিরাপদ মাতৃত্বের ৩টি গুরুত্বপূর্ণ কৌশলঃ
০ কমিউনিটিতে স্বাস্থ্য সেবার ব্যবস্থা।
০ রেফারালের সুবিধা বাড়ানো।
০ যোগাযোগের উন্নতি করণ।
নিরাপদ মাতৃত্বের ৬টি পিলারঃ
০ পরিবার পরিকল্পনা।
০ গর্ভবস্থায়মায়ের সেবা।
০ প্রসবকালীন মা ও নবজাতকের সেবা।
০ প্রসব পরবর্তী সেবা।
০ গর্ভপাত পরবর্তী সেবা।
০ যৌনরোগ, এইচআইভি এইডস নিয়ন্ত্রণ।
প্রতি বছর যত মাতৃ মৃত্যু ঘটে তার মধ্যে প্রসবজনিত রক্তক্ষরণের কারণে মৃত্যু ঘটে প্রায় ৩১%। খিচুনির কারণে প্রায় ২৪% মা সন্তান জন্মদানের সময় মৃত্যুবরণ করেন।
বাংলাদেশে মাতৃ মৃত্যুর পরিসংখ্যান
সূত্রঃ দৈনিক প্রথম আলো ২০মে, ২০১৯
সাল মাতৃ মৃত্যুহার (প্রতি লক্ষ জীবিত জন্মে)
১৯৯০ ৫৭৪
১৯৯৬ ৪৬২
২০০১ ৩৮৪
২০১০ ১৯৪
২০১৫ ১৭৬
২০১৭ ১৭২
১৯৯৭ সাল থেকেই আমাদের দেশে এ দিবসটি পালন করা হচ্ছে। বর্তমানে নারী শিক্ষার অগ্রগতি, নারী অধিকার নিয়ে সচেতসতা এবং প্রসব পূর্ববর্তী, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সেবারমান ও পরিধী বেড়েছে যা মাতৃ মৃত্যু রোধে ব্যাপক ভূমকিা পালন করছে। বর্তমান সরকার মাতৃ মৃত্যু রোধে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে বেশ কিছু কর্মসূচি পালন করে আসছে। এছাড়াও আমাদের দেশে বেসরকারী সংস্থা গুলোও এ ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করছে।
পরিশেষে বলবো, সন্তান জন্মদানে আর একজন মায়েরও মৃত্যু নয় । সবার সক্রিয় সহযোগীতায় আমরা এমন একটি বাংলাদেশ পেতে চাই যেখানে পরবিারে নতুন সদস্যের আগমনের আনন্দ মাতৃ মৃত্যু শোকে কখনও যেন বিলীন না হয়ে যায়।
কলমেঃ শেখ ফারজানা আলী, সদস্য, বাংলাদেশ মহিলা পরিষদ, রাজবাড়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়