চায়নায় এ্যাক্রোবেটিক প্রশিক্ষণে নতুন করে শিশুরা যাবে- এমপি কাজী কেরামত আলী –

- Update Time : ০৭:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সাব কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী বলেছেন, করোনার কারণে বাংলাদেশ থেকে চায়নায় প্রশিক্ষণে যাওয়া শিশু এ্যাক্রোবেটিক প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ বন্ধ হয়ে গিয়েছিলো। করোনার বিস্তার খানিকটা নিয়ন্ত্রণে আসায় পুনরায় ওই প্রশিক্ষণে ১০ থেকে ১২ বছর বয়সী শিশুদের পাঠানো হবে। তাছাড়া দেশের ৪৪টি জেলা শিল্পকলা একাডেমিতে থাকা আহবায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করা, কালচারাল অফিসার নিয়োগসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার বিকাল ৩টা থেকে ৫ টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটির কক্ষে অনুষ্ঠিত হয়, সাংস্কৃতিক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১ তম বৈঠক। ওই বৈঠক শেষে সাংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সাব কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী রাজবাড়ী বার্তা ডট কম কে এ সব কথা বলেছেন।
সভায় সভাপতিত্ব করেন, সাংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। ওই সভায় এমপি কাজী কেরামত আলী ছাড়াও সাংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, অসীম কুমার উকিল এমপি, কণ্ঠ শিল্পী মমতাজ বেগম এমপি, জিএম কাদেরের স্ত্রী এমপিসহ সাংস্কৃতি মন্ত্রণালয় ভুক্ত ১৮টি ডিপাটমেন্টের মহা পরিচালকরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়