গোয়ালন্দের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন রাজবাড়ীর এমপি কাজী কেরামত আলী –

- Update Time : ১০:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ৩৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা রাজবাড়ীতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এবার জেলার ৫টি উপজেলার ৪১২টি পূজামন্ডপে এ পূজা হচ্ছে। জেলা শহর ও জেলার গোয়ালন্দ পূজামন্ডপ গুলো এখন জমজমাট। প্রতিমা দেখতে ভীর করছেন দর্শনাথীরা।
দর্শনার্থীদের আনন্দকে আরো বেশি বাড়িয়ে দিতে তাদের পাশে দাঁড়িয়েছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
তিনি শনিবার জেলার গোয়ালন্দ বড়বাড়ী (মঠ মন্দির), গোয়ালন্দ নতুন কুড়ি মানব সেবা সংঘ, গোয়ালন্দ বাজার সার্বজনীন দূর্গা মন্দির এবং দৌলতদিয়া বাজার সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন।
সে সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওই সময় এমপি কাজী কেরামত আলী ৮টি পূজা মন্ডপে আথির্ক সহযোগিতাও প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়