২৮ বছর ধরে অবহেলিত বেসরকারী কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকরা, রাজবাড়ীতে মানববন্ধন –

- Update Time : ০১:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বেসরকারী কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকরা রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের উদ্যোগে আজ রবিবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচী পালন করা হয়।
ওই কর্মসূচী চলাকালে বক্তৃতা করেন, বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম রাজবাড়ী জেলা শাখার সভাপতি শাহ মজতবা রশীদ আল কামাল, সাধারণ সম্পাদক কাউছার হামিদ, কেন্দ্রীয় নেতা দুলাল চন্দ্র কর্মকার, শিক্ষক বিধান কুমার দাস, শাজাহান উদ্দিন, খন্দকার শহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৩ সালে জাতয়ি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ২৮ বছর ‘জনবল কাঠামো এমপিও নীতিমালার’ অন্তর্ভুক্ত না থাকার কারণে তারা সরকারী অথবা বিশ^বিদ্যালয় থেকে কোন আর্থিক সুবিধা পান না। অথচ তাদের সরকারী ও জাতীয় বিশ^বিদ্যালয়ের বিধি মোতাবেক নিয়োগ দেয়া হয়েছে। কলেজ থেকে তাদের যাতায়ত ও পেশাক পরিচ্ছদ বাবদ ৫ থেকে ১০ হাজার টাকা দেয়া হয়। যা রাজধানী ঢাকার কলেজ গুলো ছাড়া জেলা ও উপজেলা শহরের বেশির ভাগ কলেজ কর্তৃপক্ষই নিয়মিত ভাবে দেয়না। ফলে তারা মানবেতর জীবন যাপন করছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়