কারা পেলেন সরকারের আড়াই হাজার টাকা? তালিকা প্রকাশের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন-

- Update Time : ০৯:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ৩৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারের দেয়া ২৫০০ টাকা প্রাপ্তদের নামের তালিকা প্রতিটি ইউনিয়ন অফিস /ওয়ার্ডে টাঙিয়ে দেওয়াসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে ক্ষেতমজুর সমিতি। আজ সকাল সাড়ে ১০ টার সময় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, রাজবাড়ী জেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি মুজিব আলম বকুল। আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. বাবন চক্রবর্তী, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুল সাত্তার মন্ডল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম বাবু, জেলা সিপিবির নেতা ধীরেন্দ্র নাথ দাস প্রমুখ।
২ কোটি কর্মহীন দুঃস্থ পরিবারকে আগামী ৩ মাস বিনামূল্যে খাদ্যসামগ্রী সরবরাহ করা, করোনা অথবা বজ্রপাতে মৃত ক্ষেতমজুরকে ৫ লক্ষ টাকা ক্ষতি পূরন দেয়া, এ সময়কালে গ্রামের গরীব মেহনতি পরিবারের সদস্যদের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা নিশ্চিত করা,গ্রামাঞ্চলের হাটবাজার হতে তোলা ওঠানো বন্ধ করা, রিকশা, ভ্যান ও ভটভটি, অটোচালক প্রমুখদের কাছ থেকে চাঁদা নেওয়া বন্ধ করা, ক্ষেতমজুরদের সকল প্রকার ব্যাংক ঋণ ও কিস্তির টাকা মওকুফ করাসহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়।
মানববন্ধন শেষে, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়