ট্রেনে কেটে বালিয়াকান্দি ও পাংশায় নিহত ২ –

- Update Time : ০৮:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ৩৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি ও পাংশাতে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পরে দুইজন নিহত হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নে আতিকুর রহমান(১৮) নামে এক যুবক রেল লাইনের উপর বসে মোবাইলে কথা বলছিল। এসময় গোপালগঞ্জের গোবড়া থেকে ছেরে আসা রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিচে পরে নিহত হয় আতিকুর।
নিহত আতিক মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে। আতিক জামালপুর ইউনিয়নের খালপাড়ী মাদ্রাসার শিক্ষার্থী।
শনিবার দুপুরে পাংশা পৌর এলাকার মাগুড়াডাঙ্গী এলাকায় সাহেদ আলী (২২) নামে এক যুবক ট্রেনে কাটা পরে নিহত হয়। সাহেদ পাংশা পৌর এলাকার আব্দুর রহমানের ছেলে। পোড়াদহ থেকে ছেরে আসা গোয়ালন্দ ঘাট গামী সাট্রল ট্রেনে সে কাটা পরে।
রাজবাড়ী জিআরপি থানার ওসি মনিরুজ্জামনা জানান, ঘটনা স্থলে গিয়ে আমরা দুটি মরদেহ উদ্ধার করেছি। প্রথমটি রেল লাইনের উপর বসে ছিল। আর মোবাইলে বলার কারনে ট্রেন আসার শব্দ শুনতে পায়নি। আর পাংশায় যে মারা গেছে তার মানুষিক সমস্যা ছিল। রেল লাইন পার হবার সময় ট্রেন আসছে সেটি খেয়াল করেনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়