রাজবাড়ীতে শিল্পকলা একাডেমিতে নাটক ‘‘বিসর্জন’’ মঞ্চস্থ্য –

- Update Time : ০৭:৩৫:১২ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
- / ৪০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জেলা শিল্পকলা একাডেমির রেপাটরি নাট্য দলের প্রযোজনায় নাটক ‘‘বিসর্জন’’উদ্বোধন ও মঞ্চস্থ্য হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা রাতে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমির হল রুমে নাটকটি মঞ্চস্থ্য হয়।
বিসর্জন নাটকটি রচনা করেন অজয় দাস তালুকদার এবং নির্দেশনা করেন গোলাম মোর্তজা মোল্লা সাগর। এসময় প্রধান অতিথি হিসেবে নাটকটি উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম।
এসময় উপস্থিত ছিলেন, একুশে পদক প্রাপ্ত শিল্পি প্রফেসর মনসুরুল করিম, সনাক সভাপতি প্রফসর শংকর চন্দ্র সিনহা, জেলা শিল্পকরা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক অসিম কুমার পাল প্রমূখ।
নাটকে রাজা তার সিংহাসন ও রাজত্বকে প্রাধান্য না দিয়ে গ্রামের সহজ ও সরল একটি মেয়ের ভালোবাসাকে মূল্যায়েন করা হয়েছে এবং সব ভেদাভেদ ভুলে প্রজাদের সাথে একসাথে চলার প্রথা চালু করতে তার সমগ্র রাজ প্রথাকে বিসর্জন দিয়েছেন। তাই এই নাটকের নাম ‘‘বিসর্জন’’। বিসর্জন নাটকে মানুষ মানুষের জন্য এটাই প্রমান করার চেষ্টা করা হয়েছে।
নাটক সঞ্চস্থ্যের আগে শিল্পকলা একাডেমির ৪৫ জন প্রশিক্ষন কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়