রাজবাড়ীর বুনন আর্টস্পেসের উদ্যোগে শিক্ষক সম্মাননা-

- Update Time : ০৮:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
- / ৩৭ Time View

কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার দুই শিক্ষককে সম্মানিত করেছেন বুনন আর্টস্পেস। এই সংস্থাটির উদ্যোগে সম্মাননা জানানো হয় জেলার দুই আলোকিত জন; রাজবাড়ী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আব্দুল গফুর এবং রাজবাড়ী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর ফকির আব্দুর রশিদকে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে রাজবাড়ী শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় দুই শিক্ষকের শিক্ষকতা-জীবন নিয়ে আলোচনা হয়।
বুনন আর্ট স্পেসের পরিচালক চিত্রশিল্পী মনসুর উল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ এটিএম রফিক উদ্দিন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোশাররফ হোসেন প্রমুখ। সংবর্ধিত অতিথিদের পরিচিতি পাঠ করেন, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক নাসির খান। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান। আলোচনা অনুষ্ঠান ছাড়াও ছিলো একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়