রাজবাড়ী সদর হাসপাতালের কোয়াটারে ডাকাতি, গ্রেপ্তার ৩
- Update Time : ১০:৫৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ৩৩৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতালের ভেতরে থাকা একটি কোয়াটেরে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনা সদস্যরা ৩জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ৬জনকে চিহ্নিত করে এবং অজ্ঞাত পরিচয়ের আরো ৫/৬জনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী জেলা শহরের লক্ষীকোল গ্রামের আহম্মেদ আলীর ছেলে মোঃ মারুফ আহম্মেদ রাব্বি (২৬), বিনোদপুর কলেজপাড়ার মোঃ রাজু আহম্মেদের ছেলে মোঃ রাকিব (২৩) ও বিনোদপুর ২নং রেলগেট এলাকার কৃষ্ণ কর্মকারের ছেলে প্রীতম কর্মকার (২৭)।
মামলার বাদী ও মোঃ আব্দুল্লাহ’র ছেলে মোঃ আসাদুল্লাহ জানিয়েছেন, বাবা ও মায়ের চাকরীর সুবাদে তারা রাজবাড়ী সদর হাসপাতালের একটি কোয়াটারে বসবাস করে আসছেন। গত শনিবার রাত আড়াইটার দিকে মাথা ও মুখ আটকানো, হাফপ্যান্ট পরিহিত একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘরে প্রবেশ করে। তিনি চিৎকার করিলে ডাকাতরা গলায় ধারালো অস্ত্র ধরে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সাড়ে ৭ লাখ টাকা মূল্যের মালামাল লুটে নেয়। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে হাতেনাতে ওই ৩জনকে আটক করে। খবর পেয়ে রাজবাড়ীতে অবস্থানরত সেনা সদস্যরা এবং থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মোঃ মিরাজ হোসেন জানান, এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়