গোয়ালন্দে ইলিশ শিকারের দায়ে ৫ জনের কারাদন্ড –
- Update Time : ১১:২৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে বুধবার ৫ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল ও ৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
জানা যায়, ‘ডিমওয়ালা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দের পদ্মা নদীতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ শিকার বন্ধ রাখতে বুধবার ভ্রাম্যমান আদালত প্ররিচালনা করা হয়। এ সময় ইলিশ শিকারের দায়ে ৫ জেলেকে আটক করা সহ অন্তত ৫০ হাজার মিটার জাল ও ৫ কেজি ইলিশ জব্দ করা হয়। আটককৃতদের ১৩ দিনের কারাদন্ডের আদেশ দেয় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে মা ইলিশ শিকার বন্ধে এই অভিযান অব্যহত থাকবে। জব্দকৃত মা ইলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বিভিন্ন এতিমখানায় ও জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়