রাজবাড়ীতে স্কুল ছাত্রীকে গণধর্ষণের মামলায় ৬ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড –

- Update Time : ০৮:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ২৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের ড্রাইআইস ফ্যাক্টরী এলাকায় এসএসসি পরীক্ষার্থী এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের মামলায় ৬ জন আসামির প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমীন নিগার এ রায় প্রদান করেন।
দন্ড প্রাপ্তরা হলো, রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর ড্রাইআইস ফ্যাক্টরী গ্রামের মৃত ইউনুস খা’র সুজন খা, আক্তার ফকিরের ছেলে আল আমিন ফকির, মৃত নুর আলী ফকিরের ছেলে মোস্তফা ফকির ওরফে মোস্ত, নাডু কুমার সরকারের ছেলে আকাশ সরকার, মৃত আবুল ব্যাপারীর ছেলে বাবু ব্যাপারী ওরফে কমান্ডার এবং জেলা শহরের বড়লক্ষিপুর গ্রামের খালেক প্রমাণিকের ছেলে ফজলুর রহমান প্রমাণিক। এদের মধ্যে মোস্তফা ফকির ওরফে মোস্ত পলাতক রয়েছে।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এ্যাডঃ উমা সেন জানিয়েছেন, ২০১৯ সালের ২৮ জানুয়ারী বাসায় ফেরার পথে ওই ছাত্রীকে ধরে আনে আসামীরা। পরে তারা রাজবাড়ী পৌরসভার ড্রাই আইচ ফ্যাক্টরী এলাকার একটি পরিত্যাক্ত ছাত্রাবাসে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে। নির্যাতনের ফলে অসুস্থ অবস্থায় মেয়েটিকে ফেলে রেখে ধর্ষকরা পালিয়ে যায়। পরে মেয়েটি বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ধর্ষণ মামলা করে। পুলিশ ওই দিনই ৫ জনকে গ্রেপ্তার করে। ওই ঘটনার দীর্ঘ স্বাক্ষ-প্রমাণ গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়