রাজবাড়ীতে সেনা-সহায়তায় নির্মিত করোনা জীবানু মুক্তকরণ টানেল উদ্বোধন –
- Update Time : ০৯:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ২১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনাভাইরাসের সংক্রমন থেকে রাজবাড়ীবাসীকে মুক্ত রাখতে রাস্তার ওপরে করোনা জীবানু মুক্তকরণ টানেলের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা পৌন ১২টার দিকে রাজবাড়ী পৌরসভা কার্যালয়ের সামনে সড়কে বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশনের সহযোগিতায় স্থাপিত এ জীবানু মুক্ত টানেলের উদ্বোধন করা হয়।
উদ্বোধন পরবর্তীর্তে টানেলটি পরিচালনার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ২১ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান, রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ অালী চৌধুরী, ১০ ইষ্ট বেঙ্গল অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হক, উপ-অধিনায়ক মেজর ইমরান, মেজর সাবরী, ক্যাপ্টেন অাসিবসহ করোনাকালীন সময়ে রাজবাড়ীর দ্বায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য ও পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় জীবানু মুক্ত টানেলের মধ্যে দিয়ে ছোট ছোট যানবাহন, সাধারন মানুষ চলাচল শুরু করেন।
জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ চাইলে তাদের নির্বাচিত করা গুরত্বপূর্ণস্থানে সেনাবাহিনী অারো টানেল করে দিতে প্রস্তুত রয়েছে বলে জানান ২১ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়