গোয়ালন্দে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্ধোধন –

- Update Time : ০৯:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯
- / ৩১ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল-এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্ধোধন করা হয়েছে। সোমবার বিকালে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে গোয়ালন্দ ফুটবল একাডেমীর আয়োজন করে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা চন্দন কুমার, গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল মামুন তালুকদার, পৌর কাউন্সিলর ও ফুটবল একাডেমীর উপদেষ্টা মো. নাসির উদ্দিন রনি, ইউনিয়ন পরিষদ সচিব ও ফুটবল একাডেমীর উপদেষ্টা মো. ইব্রাহীম সরদার, মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সি, যুগান্তর প্রতিনিধি ও ফুটবল একাডেমীর উপদেষ্টা শামীম শেখ , ফুটবল একাডেমীর পরিচালক সাজ্জাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় প্রমুখ। ফুটবল একাডেমীর সহ-সভাপতি ও ক্যাম্পের কোর্চ মো. সাইদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক সাজ্জাদ হোসেন জানান, আমরা বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারো এ ক্যাম্পের আয়োজন করেছি। এবারের ক্যাম্পে অনুর্ধ-১৪, অনুর্ধ-১৭ ও অনুর্ধ-২১ বয়সী মোট ৬০জন তরুন ফুটবলার অংশ নিচ্ছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গোয়ালন্দ ফুটবল একাডেমি যে মহতি উদ্যোগ হাতে নিয়েছে তা আমি সাধুবাদ জানাই। যুবকদের যদি এভাবে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্যে ব্যস্ত রাখা যায় তাহলে তাদের শরীর ও মন সুস্থ থাকবে। পাশাপাশি তারা মাদক সহ সব ধরনের অপরাধ মূলক কর্মকান্ড থেকে দুরে থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়