মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ীর পুলিশ সুপারের বাণী –
- Update Time : ০২:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮
- / ১১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ বাঙ্গালি জাতির এক অবিস্মনীয় ও গৌরবোজ্জল দিন। পরাধীনতার শিকল ভেঙ্গে বৈষম্যের জাল ছিড়ে মুক্ত আকাশের ডানা মেলে উড়ার দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে দেশের আপামর জনসাধারণ স্বাধীনতার মন্ত্র হিসেবে গ্রহন করে। যার ফলে স্বাধীনতার প্রথম প্রহরে রাজারবাগে অকুতভয় বাঙ্গালি পুলিশ সদস্যগন সর্বপ্রথম পাকিস্তানি ৩২ পাঞ্জাব রেজিমেন্টের বিরুদ্ধে সেদিন ৩০৩ রাইফেল নিয়ে পোঁড়া ছাইয়ের ভেতর থেকে ফিনিক্স পাখির মত জ¦লে উঠেছিল। শুরু হয়েছিল স্বাধীনতার প্রথম সশস্ত্র প্রতিরোধ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে পুলিশের সদস্যগন নিরস্ত্র বাঙ্গালির সাথে কাধে কাধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে। প্রায় ১২৬২ জন পুলিশ সদস্যসহ ৩০ লাখ শহিদ এবং ২ লাখ মা-বোনের সভ্রমের বিনিময়ে অর্জিত হয় লাল সবুজের পতাকা।
এ মহান স্বাধীনতার ফল সকলের ঘরে পৌছে দেয়ার স্বপ্ন দেখিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু ১৯৭৫ সনে ১৫ আগষ্ট ঘাতকের বুলেটে স্বপরিবারে নিহত জাতির জনক। সে স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে পদার্পন করেছে। দেশের সর্বত্র উন্নয়নে আজ জাতির জনকের সুযোগ্য কন্যার হাতের ছোয়া। মাননীয় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বে দেশ আজ ক্ষুধা ও দারিদ্র মুক্ত এবং নিরাপদ রাষ্ট্র হিসেবে বিশ^ স্বীকৃত।
বিগত এক বছরে পুলিশের জনবল বৃদ্ধি, নিরাপত্তার সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, বিশেষায়িত ইউনিট গঠন, দক্ষতা বৃদ্ধি, জঙ্গি দমনে সফলতা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়া মানুষের দৌড়গড়ায় সেবা পৌছে দিতে কল সেন্টার ৯৯৯ চালু, ডিজিটাল পুলিশি সেবা, কমিউনিটি পুলিশিংসহ নানাবিধ কার্যক্রম গ্রহন করেছে। যার সুফল জনগণ ভোগ করতে শুরু করেছে। বর্তমানে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ দমনে বিশে^ রোল মডেল হিসেবে পরিগনিত হচ্ছে।
মহান স্বাধীনতা দিবসে রাজবাড়ী জেলার সকল শহীদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল বিন¤্র শ্রদ্ধা ও লাল সবুজের সালাম।
পরিশেষে জাতির জনকের সোনার বাংলা বিনির্মানে, মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ অর্জনে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে একটি অসাম্প্রদায়িক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত, মাদক মুক্ত রাজবাড়ী জেলা গঠনে সকলের সহযোগিতা কামনা করছি।
( আসমা সিদ্দিকা মিলি বিপিএম )
পুলিশ সুপার
রাজবাড়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়