শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায় জানানো হলো গোয়ালন্দের মঞ্জুর আহমেদকে –
- Update Time : ০৯:০৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮
- / ১২ Time View
আজু সিকদার/শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
শ্রদ্ধা আর ভালোবাসায় গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মঞ্জুর আহমেদকে চির বিদায় দিলেন হাজারো মানুষ। শুক্রবার বেলা আড়াইটায় গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠে নামাজে জানাযা শেষে রমজান মাতুব্বাপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
এর আগে গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদ কার্যালয়ে নেয়া হলে সেখানে শেষ শ্রদ্ধা জানান ব্যবসায়ীবৃন্দ ও বিভিন্ন ব্যাক্তি। তার মৃত্যুতে গোয়ালন্দ বাজারে একদিনের শোক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে কালো ব্যাচ ধারন। অনুরূপ কর্মসূচী পালন করে গোয়ালন্দ পৌরজামতলা ব্যবসায়ী পরিষদ।
রাজবাড়ী জেলা বিএনপি’র সহ-সভাপতি, গোয়ালন্দ টেক্সটাইল মিলস লিঃ এর পরিচালক ও গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মঞ্জুর আহমেদ গত বৃহস্পতিবার বেলা ১টার দিকে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজবাড়ীর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শোক জানিয়েছে।
মঞ্জুর আহমেদের জানায়ায় অংশগ্রহন করেন সাবেক মন্ত্রী বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউছুফ, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপি’র সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এমএ খালেক, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হারুন অর রশিদ, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, সহ সভাপতি এ্যাড. আসলাম মিয়া, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, মরহুমের বড় ভাই নজির আহমেদ, ব্যাবসায়ী আলাউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী মিয়া, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন শেখ প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়