কালুখালীতে স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিমের আগমন উপলক্ষে আওয়ামীলীগের প্রস্তুতিসভা-
- Update Time : ০৯:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮
- / ১৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বুধবার রাজবাড়ী জেলার কালুখালীতে আগামী ৩০ জানুয়ারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম এর শুভাগমন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ঐ দিন বিকাল ৫টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। এসময় তিনি আগামী ৩০ জানুয়ারী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম এর শুভাগমন সফল করার জন্য উপজেলার ৭টি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ও সার্বিক সহযোগীতা কামনা করেন। তিনি বলেন এটা নির্বাচনের বছর তাই দলের মধ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবারও সরকারে আনার জন্য তৃনমূল নেতাকর্মীদের কাজ করতে হবে। এসময় অন্যান্যের মধ্যে থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক সামছুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ আরাফাত হোসেন, খায়রুল ইসলাম খায়ের, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মজনু, প্রেসক্লাবের সভাপতি মোঃ জুলফিকার আলী, ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা, হালিমা বেগম, আতিউর রহমান নবাব, আবুল কালাম মৃধা, কাজী শরিফুল ইসলাম, শহিদুজ্জামান সাগর, শহিদুল ইসলাম আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, যুবলীগ নেতা রাকিবুল হাসান লাবু, শেখ মোঃ ফারুক, জামির হোসেন সহ উপজেলা ও প্রতিটি ইউনিনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক ও বিভিন্ন নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করবেন এবং আওয়ামীলীগের একটি কর্মীসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়