পাংশায় অসহায় পরিবারকে ঘর নির্মাণ এবং ভ্যান ও হুইল চেয়ার দিলো উই আর বাংলাদেশ

- Update Time : ০৬:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
- / ৩৩ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পাংশার কলিমহরের সাজুরিয়া গ্রামের মোঃ রেজাউল করিম নামে এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ফেইসবুক ভিত্তিক সামাজিক সংগঠন উই অার বাংলাদেশ।
সংগঠনের পক্ষ থেকে পরিবারের থাকার জন্য একটি নতুন ঘর নির্মান, অসহায় রেজাউলকে অটোভ্যান ও তার প্রতিবন্ধী শিশু মেয়ে মিথিলাকে একটি হুইলচেয়ার উপহার দেয়া হয়।
শুক্রবার সকালে সংগঠনটির এডমিন র্যাব কর্মকর্তা কবিরুল সাগর এই অসহায় পরিবারকে নতুন ঘর, ভ্যান ও হুইলচেয়ার উপহার দেন।
জানাগেছে, রেজাউল করিমের পরিবারের সদস্য সংখ্যা ৬ জন । এরমধ্যে ৩ জনই প্রতিবন্ধী। জরাজির্ণ ঘরে মানবেতর বসবাস করতো পরিবারটি।
অসহায় মোঃ রেজাউল করিম বলেন, তার পরিবারে ৬ জন সদস্যের মধ্যে ৩ জনই প্রতিবন্ধী। ছিলনা থাকার ঘর। খুব কষ্ট করে জীবনযাপন করতো। অাজ উই অার বাংলাদেশ (We Are Bangladesh) নামের ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠটি থাকার ঘর, মেয়ের জন্য হুইল চেয়ার ও তার কর্মের জন্য একটি ভ্যান দিয়েছে। এখন পরিবার নিয়ে ভাল মত থাকতে পারবে। এভাবে যদি অসহায় পরিবারের পাশে বৃত্তবানরা এগিয়ে অাসতো, তাহলে তাদের অার মানবেতর জীবনযাপন করতে হতো না। উই অার বাংলাদেশ এভাবে সবার পাশে দাঁড়াবে এ প্রত্যাশা করেন।
উই অার বাংলাদেশের এডমিন কবিরুল সাগর জানান, We Are Bangladesh (WAB) বাংলাদেশের সবচেয়ে বড় ফেসবুক ভিত্তিক অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরন ও কর্মসংস্থান, ভিক্ষুকদের পূর্নবাসন, মসজিদ/মাদ্রাসা/এতিমখানা সংস্কার, আইনগত পরামর্শ প্রদান, রক্ত সংগ্রহ, অসহায়দের মাঝে খাবার বিতরন সহ নানাবিধ সামাজিক কাজ করে অাসছেন। যে ধারা অব্যাহত রাখতে কাজ করে চলছেন।
তিনি অারও বলেন, রেজাউল অসহায় প্রতিবন্ধী সন্তানদের নিয়ে জরাজির্ণ ঘরে মানবেতর জীবন যাপন করছে জেনে তার সংগঠনের পক্ষ থেকে একটি ঘর নির্মান, নতুন ভ্যান ও হুইল চেয়ার প্রদান করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়