গোয়ালন্দে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন

- Update Time : ১১:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ৩৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা রাজবাড়ীর গোয়ালন্দে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক, অনুর্ধ্ব-১৭) ২০২২ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) উপজেলার উজানচরে সাহাজ উদ্দিন মন্ডল ইনস্টিটিউট মাঠে এ ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে গোয়ালন্দ পৌরসভা।
গোয়ালন্দ পৌরসভা (২-০) গোলে ছোট ভাকলা ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খানের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও পুরস্কার বিতরণ করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন,গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা,ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম খাঁন, এনায়েত হোসেন জাকির, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু সহ প্রমুখ। খেলা সঞ্চালনা করেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন রনি।
উল্লেখ্য, গত ২০ মে থেকে আজ ২৪ মে পর্যন্ত সাহাজ উদ্দিন মন্ডল ইনস্টিটিউট মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গোয়ালন্দ পৌরসভার ১টি টিম এবং ৪ইউনিয়নের ৪টি টিমসহ মোট ৫টি টিম খেলায় অংশ গ্রহণ করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়