রিকশা চালকদের মাঝে বিতরণের জন্য রাজবাড়ীর শুভসংঘকে হ্যান্ড গ্লোভস প্রদান করলেন চৈতি –

- Update Time : ০৬:২৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে দেশ ব্যাপি চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে রাজবাড়ী জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এই কানফারেন্সের শেষ পর্যায়ে ব্যক্তি সে সময় চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা নিশ্চিতে পারসোর্যাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। সেই সাথে দৈনিক কালের কণ্ঠ শুভসংঘের সহযোগিতায় রিকশা চালকদের মাঝে বিতরণের লক্ষে এমপির মেয়ে কানিজ ফাতেমা চৈতির প্রদত্ত হ্যান্ড গ্লোভসও তুলে দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম, দশ বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক মেজর মির্জা ইমরান হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর হাসপাতালের তত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়