মুজিববর্ষ ও অমর একুশে উপলক্ষে গোয়ালন্দে ৫ গুণীজনকে সংবর্ধনা প্রদান –

- Update Time : ০৯:০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ২২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো এ বছর বইমেলা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কোর্ট চত্ত¡র মাঠে শনিবার ৩দিন ব্যাপী বই মেলা শেষে রাতে ৫ গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেয়া হয়।
মুজিববর্ষ ও অমর একুশে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৫ সংবর্ধনা প্রাপ্ত ব্যক্তি হলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আ. জব্বার, অবসরপ্রাপ্ত মাধ্যমিক স্কুল পরিদর্শক সুলতান উদ্দিন আহমেদ, গোয়ালন্দ নাজিরউদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক সৈয়দ উদ্দিন মিয়া, একই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ইংরেজী শিক্ষক নির্মল কুমার কুন্ডু ও উপজেলার প্রথম ¯œাতক ডিগ্রি অর্জনকারী নারী জহুরা খাতুন।
উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আ. কাদের শেখ, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়