রাজবাড়ীতে ডিবি’র অভিযানে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ গ্রেপ্তার ৫ –

- Update Time : ০৭:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
- / ৩০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা আজ শুক্রবার পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করার পাশাপাশি ৩ নারীসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
জানাগেছে, রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম- এর নিদর্শনায় ডিবি’র অফিসার ইনচার্জ মোঃ ওমর শরীফের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ মেহেদী হাসানসহ সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যরা সদর থানাধীন বাগমারা অবস্থানকালে বিশেষ অভিযান পরিচালনা করেন। সে সময় মাদক ব্যবসায়ী মোঃ উজ্জ্বল মোল্লা (৩২) এবং মোঃ ফিরোজ হোসনে (৩৩) এর কাছ থেকে উদ্ধারকৃত এক লক্ষ পাঁচ হাজার টাকা মূল্যের ৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। অপর আরো দুটি অভিযানে মোছাঃ রসুনা (৫৫) ও মোছাঃ রোমেলা কে পনেরো হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজা এবং মোছাঃ রোকসানা (৪৫) এর কাছ থেকে বত্রিশ হাজার টাকা মূল্যের ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করাসহ তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়