রাজবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন –

- Update Time : ১০:৫২:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
- / ৩০ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজবাড়ীর আয়োজনে এবং এর স্টেশন কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও সভায় বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে আরো বক্তৃতা করেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ শওকত আলী জোদ্দার প্রমূখ।
এ সময় অগ্নি নির্বাপক ব্যবস্থা ও ফায়ার সার্ভিসের কার্যক্রম মানুষের দ্বোড় গোড়ায় পৌছে দিতে ও অগ্নিকান্ড মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা অত্যান্ত কার্যকর ভূমিকা পালন করছে। অগ্নিকান্ড ও দুর্ঘটনা রোধে ও মানুষের যান মাল রক্ষায় আরো বড় ভূমিকা রাখবে বলে জানান বক্তারা। এক কর্মসূচী জেলার বালিয়াকান্দি, পাংশা ও গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগেও পালন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়