ইয়াবাসহ গোয়ালন্দের মাদক ব্যবসায়ী বিটু গ্রেপ্তার –

- Update Time : ০৯:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
- / ৩৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা ডিবি পুলিশের সদস্যরা গত শনিবার রাতে অভিযান চালিয়ে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি মাদক ব্যবসায়ী মোঃ ভিটু শেখ ওরফে বিটু (২৮) কে গ্রেপ্তার করেছে। বিটু জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার মোঃ হামিদ শেখের ছেলে।
জানাগেছে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচাজ ওমর শরীফ-এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর এএসআই মোঃ মেহেদী হাসানসহ সঙ্গীয় অফিসার এসআই মোঃ হাফিজুর রহমান সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স বিশেষ উদ্ধার অভিযান ডিউটি পরিচালনাকালে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানাধীন কুষ্টিয়া কাউন্টার নামক এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন (রেলওয়ে ষ্টেশন) বটতলা মোড় জনৈক শিবুনাথ এর হোটেলের সামনে ইটের সলিং পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদক জাতীয় দ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করিতেছে। ওই সংবাদের বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করে রাজবাড়ী ডিবি পুলিশ। ঘটনাস্থলে পৌছাইলে সন্ধিগ্ধ এক ব্যাক্তি পুলিশের উপস্থিতি টের পাইয় তাহার হাতে থাকা একটি নীল রংয়ের এবং একটি আকাশি রংয়ের জিপার প্যাকেট ফেলে পালানোর চেষ্টাকালে সংঙ্গীয় ফোর্সের সহায়তায় একজন ব্যক্তিকে আটক করে। অভিযানে গ্রেফতারকৃত আসামী মোঃ ভিটু শেখ ওরফে বিটু কে আটক করার পাশাপাশি তার কাছ থেকে ৩০০ পিচ লালচে রংয়ের মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট (এ্যামফিটামিন), এবং মাদক বিক্রয়ের নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়। বিটুর বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়