পাংশায় অসুস্থ ব্যাক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ –

- Update Time : ০৮:৩০:২২ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
- / ২৭ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার দুপুরে ক্যান্সার কিডনি,লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হ্রদরোগে আক্রান্ত রোগীদের মাঝে এবং বেদে ও অনগ্রসর জনগোষ্টির জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এসব চেক বিতরণ করেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। বিশেষ অতিথি হিসাবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম,ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ সময় ১৭ জন রোগীকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। এ সময় মোট ৮ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়