গোয়ালন্দ প্রেসক্লাবের নির্বাচন ২৫ অক্টোবর- ৯ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল –

- Update Time : ০৬:৫৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
- / ৩৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহি গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৫ অক্টোবর। এই নির্বাচনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। রোববার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন। বাছাই শেষে সকল মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন নির্বাচনী ট্রাইব্রুনাল।
এর আগে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন শনিবার রাত ৯টার মধ্যে আগ্রহী প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচনী ট্রাইব্রুনালের প্রধান ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, সদস্য নির্মল কুমার চক্রবর্তী, এ্যাড. এবিএম ছাত্তার, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ রাজীব, সদস্য সচিব হেলাল মাহমুদ।
এ নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন দৈনিক প্রথম আলো’র গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হক রায়হান ও দৈনিক সমকালের গোয়ালন্দ প্রতিনিধি রাজবাড়ীবিডি.কম এর সম্পাদক শিকদার মুহা. আসজাদ হোসেন আজু। সহ সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন দৈনিক ইনকিলাবের রাজবাড়ী জেলা প্রতিনিধি নজরুল ইসলাম ও দৈনিক ভোরের পাতার উপজেলা প্রতিনিধি আবুল হোসেন। সাধারন সম্পাদক পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা আক্তারুজ্জামান মৃধা, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি শামীম শেখ ও নিউজ ২৪ টিভি চ্যানেলের রাজবাড়ী জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম। এছাড়া যুগ্ন সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপজেলা সংবাদদাতা মেহেদুল হাসান আক্কাছ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন প্রতিনিধি রাজবাড়ীবিডি.কম এর বার্তা সম্পাদক কুদ্দুস আলম মনোনয়ন পত্র দাখিল করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়