বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতে ৩ যুবকের কারাদন্ড –

- Update Time : ০৮:৫৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
- / ২৮ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পর্নগ্রাফি আইনে ভ্রাম্যমান আদালতে ৩ যুবকের ১মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহ্ মোঃ সজিব এ অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রুকুনী গ্রামের আমিন শেখের ছেলে সুমন শেখ (২৩), বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের স্বর্পবেকাঙ্গা গ্রামের ফজলুল খানের ছেলে দুর্জয় রহমান (২৪), বহরপুর ইউনিয়নের চরফরিদপুর গ্রামের জাহিদ শেখের ছেলে শাস্ত শেখ (১৮) কে কম্পিউটারে পর্ণগ্রাফি রাখার দায়ের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ও ২টি হার্ডডিক্স জব্দ করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহ্ মোঃ সজিব বলেন, র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের সদস্যদের সহযোগিকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৩জনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ২টি কম্পিউটার হার্ডডিক্স জব্দ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়