ত্যাগী নেতা কর্মীদের জন্য আজো আ:লীগ সু-সংগঠিত -জিল্লুল হাকিম এমপি –

- Update Time : ০৬:৫৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
- / ৩০ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
ত্যাগী নেতা কর্মীদের অবদানের কারণে আজও বাংলাদেশ আওয়ামীলীগ সু-সংগঠিত রয়েছে দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়ন অগ্রগতি এগিয়ে চলছে মুশটিমে কয়েক জন অসৎ নেতা কর্মীর জন্য দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ বিষয়ে নজর দিয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মনোনয়নের সময় আমি যাদের নেতা বানিয়েছিলাম যারা এই দলের সুবিধা ভোগ করে টাকার মানুষ হয়েছে তারাই স্বাধীনতা বিরোধীদের সাথে ঐক্য করে জামাতপুত্রকে মনোনয়ন পাওয়ানোর জন্য উঠেপড়ে লেগেছিল। বৃহস্পতিবার দুপুরে শাজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয় মাঠে কলিমহর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এসব কথা বলেন। কলিমহর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ চাদঁ আলী খানের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল গফুর মাষ্ঠারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা আওয়ামীগের সভাপতি এ.কে এম শফিকুল মোরশেধ আরুজ,সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, সাবেক সিভিল সার্জন ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা, পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস,চিত্তরঞ্জন কুন্ডু,সাংগঠনিক সম্পাদক মোঃ উসমান গনি,সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তফা মাহমুদ হেনা মুন্সী,ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ প্রমুখ। এ সময় কলিমহর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আমিরুল ইসলাম মিয়া,কৃষকলীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান বকুল বিশ্বাস,ইউনিয়ন আ.লীগের নেতা মতিউর রহমান বিশ্বাসসহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকগন ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্যসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়