ফরিদপুরের সোনিয়া হত্যার ঘটনায় কালুখালীর রাসেল গ্রেপ্তার-

- Update Time : ০৬:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
- / ৪৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ফরিদপুরের সিএ্যান্ডবি ঘাট এলাকা থেকে আকলিমা বেগম ওরফে সোনিয়া (৩০) নামে এক নারীকে হত্যার অভিযোগে রাজবাড়ীর কালুখালী থেকে মোঃ রাসেল দেওয়ান (১৫) নামে এক কিশোরকে র্যাব-৮ সদস্যরা গ্রেপ্তার করেছে। রাসেল রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম রতনদিয়া গ্রামের মোঃ তাইজুল দেওয়ানের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্রে জানাগেছে, গত ২০ সেপ্টেম্বর সকালে পুলিশ ফরিদপুর কোতয়ালী থানাধীন স্বজনী রায়ের ডাঙ্গী গ্রামের জনৈক নান্নু চেয়ারম্যানের লেক সংলগ্ন সিএ্যন্ডবি ঘাট হতে আকলিমা বেগম ওরফে সোনিয়া নামে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে। সেই সাথে এ বিষয়ে থানায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে একটা ক্লুলেস হত্যা মামলা দায়ের হয়। ওই মামলা দায়েরের পর হতে ফরিদপুর র্যাব ক্যাম্প এই ক্ললেস হত্যা মামলার রহস্য উদঘাটনে ও অজ্ঞাতনামা আসামীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার জন্য ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দ তথ্যের ভিত্তিতে ওই হত্যা মামলার ঘটনার সাথে জড়িত একজন ব্যক্তিকে চিহ্নিত করতে সক্ষম হয় এবং গত মঙ্গলবার গভীর রাতে র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে অভিযুক্ত মোঃ রাসেল দেওয়ান কে আটক করে। আসামীকে জিজ্ঞাসাবাদে সে ভিকটিম আকলিমা বেগম ওরফে সোনিয়া হত্যাকান্ডে অন্যান্য আসামীদের সাথে জড়িত আছে মর্মে স্বীকার করে। এই সময় অভিযুক্তের নিকট থেকে একটা মোবাইল ফোন ও হত্যাকান্ডে ব্যবহৃত একটি মাক্রোবাস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতকে ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়