গোয়ালন্দে প্রয়াত দুই সহপাঠির জন্য বন্ধুদের দোয়া ও স্মরণ সভার আয়োজন –

- Update Time : ০৭:০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯
- / ৩০ Time View

শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ সালের এস.এস.সি ব্যাচের দুই ছাত্র রুহুল আমীন কাদেরী রনজু ও আবু ছালেহীন কাদরী লেবু (সূর্য)’র অকাল মৃত্যুতে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করে ওই ব্যাচের সহপাঠিরা।
শুক্রবার বাদ জুমা বিদ্যালয়ের হলরুমে এ দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়। রুহুল আমীন কাদরী রনজু গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের প্রভাষক এবং আবু ছালেহীন কাদরী লেবু বেঙ্গল গ্রুপের এজিএম ছিলেন। রনজু ২০১৮ সালের ২৫ই জুলাই এবং লেবু ২০১৯ সালের ৯ই আগষ্ট হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু বরণ করেন।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন ওই ব্যাচের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন। বক্তব্য রাখেন আবু ছালেহীন কাদরী’র বাবা মো. আব্দুর রব, রুহুল আমীন কাদরী’র বোন রুমা আক্তার, প্রয়াতদের বন্ধু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (এনসিটিবি)’র সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের প্রভাষক মো. আজিজুল ইসলাম প্রমুখ। স্মরণ সভায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
গোয়ালন্দের আলোকিত এ দুই সন্তানের মৃত্যুতে তার পরিবার-পরিজন, এলাকাবাসী ও বন্ধু মহলে ব্যাপক শোকের সৃষ্টি হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়