খেলাধুলায় ব্যস্ত থাকলে যুব সমাজ মাদক থেকে দুরে থাকবে – এমপি জিল্লুল হাকিম-

- Update Time : ০৮:৫০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০১৯
- / ২৮ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
খেলাধুলায় সবাইকে উৎসাহ দিতে হবে। খেলা প্রিয় মানুষ আমি হলেও প্রয়োজনে ঢাকায় থাকার কারণে আমি যেতে পারিনি। তারপরও উপস্থিত সকলকে খেলা দেখতে আসায় ধন্যবাদ জানাচ্ছি। খেলাধুলায় ব্যস্ত থাকলে যুব সমাজ মাদক থেকে দুরে থাকবে। শুক্রবার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলওয়ে মাঠে ২৩ তম আন্তঃজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে টেলিকনফান্সে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম।
“মাদককে না বলি, ফুটবলকে হ্যাঁ বলি” এ শ্লোগানকে সামনে রেখে বি.এন,বি.এস এর আয়োজনে সভাপতি কাজী সহিদুল ইসলাম সহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলীউজ্জামান চৌধুরী টিটো, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুট, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এহসানুল হাকিম সাধন, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান আনিচ। স্বাগত বক্তৃতা করেন, বিএনবিএস এর সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। উদ্বোধনী খেলায় খুলনা ফুটবল একাদশ ও পাবনা ফুটবল একাদশ নির্ধারিত সময়ের খেলায় গোল করতে না পারায় ট্রাইব্রেকারে ৪-৫ গোলে খুলনা একাদশ বিজয়ী হয়। খেলাটি ২০ টাকার বিনিময়ে দর্শকরা উপভোগ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়